ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন
গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা, ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রবীণরাই আমাদের সমাজের দিশারি ও অনুপ্রেরণা। আপনাদের অবদানেই আজকের সমাজ গড়ে উঠেছে। আমরা চাই, আপনারা মর্যাদাপূর্ণ ও আনন্দময় জীবন যাপন করুন। নতুন প্রজন্ম হিসেবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের স্বপ্নের সমাজকে আরও সুন্দর ও মানবিকভাবে গড়ে তুলব।”পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “পরিবার মানে বাবা-মা, ভাই-বোনের ভালোবাসার বন্ধন। কিন্তু আধুনিক সমাজে এই মূল্যবোধ কিছুটা ভেঙে যাচ্ছে। বাবা-মা কোনো ভাগাভাগির বিষয় নয়—তাদের যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব।”দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবীণ নাগরিক, সমাজসেবক ও সরকারি কর্মকর্তারা।








