কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স সিন্ডিকেট প্রধান কুসুম পাইক: দুই যুগের বেশি কর্মস্থলে, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
মোখলেছুর রহমান ধনু, কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ কুসুম রানী পাইকের বিরুদ্ধে পেয়িং বেডের ভাড়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে এক রোগীর স্বজনের প্রতিবাদের মুখে উত্তেজনা সৃষ্টি হলে সাংবাদিকদের উপস্থিতিতে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দিতে বাধ্য হন এই নার্স।
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা কুসুম রানী পাইকের বিরুদ্ধে শুধু অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ নয়, রয়েছে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ গোপনে বিক্রি করা এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নরমাল ডেলিভারি করানোর মতো গুরুতর অভিযোগও।
জানা যায়, উপজেলার চর লরেন্স ইউনিয়নের মমতাজ বেগম তার এক মাস বয়সী জ্বর ও ঠান্ডাজনাক্রান্ত শিশুকে নিয়ে গত শুক্রবার (৩ অক্টোবর) হাসপাতালে ভর্তি করান। ভর্তি করার সময় নার্স কুসুম রানী পেয়িং বেডের অগ্রিম ভাড়া বাবদ ৫০০ টাকা নেন।
সোমবার শিশুটির অবস্থার উন্নতি হলে চিকিৎসক তাকে ছাড়পত্র দেন। কিন্তু ছাড়পত্র নেওয়ার সময় কুসুম রানী স্বজনদের কাছ থেকে আরও ৪০০ টাকা আদায় করেন। নিয়ম অনুযায়ী, তিন দিনের পেয়িং বেডের ভাড়া ১৭৫ টাকা করে মোট ৫২৫ টাকা হওয়ার কথা। কিন্তু নার্স কুসুম রানী অতিরিক্ত ৯০০ টাকা আদায় করায় শিশুর খালু মোঃ নোমান প্রতিবাদ করেন। এতে হাসপাতালে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে এবং সাংবাদিকদের উপস্থিতি দেখে কুসুম রানী পরে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দিতে বাধ্য হন।
শিশুটির খালু মোঃ নোমান অভিযোগ করেন, কুসুম রানী রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে এভাবে দীর্ঘদিন ধরে টাকা আদায় করছেন। তিনি জানান, তাদের কাছে ৫২৫ টাকার পরিবর্তে ৯০০ টাকা নেওয়া হয়েছিল।
এ বিষয়ে অভিযুক্ত কুসুম রানী পাইক পেয়িং বেডের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “এটা মনের ভুলে হয়ে গেছে। টাকা ফেরত দিয়ে দিছি।” তবে তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ তিনি অস্বীকার করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, “ঘটনাটি শুনেছি। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”








