রাণীশংকৈলে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি
অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও: সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মবিরতি চলছে।
স্বাস্থ্য সহকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ১৪তম গ্রেডে আপগ্রেডেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা।
কর্মবিরতির মূল ৬ দফা দাবি:
রাণীশংকৈল উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের ছয় দফা দাবির কথা তুলে ধরেন:
১. নিয়োগবিধি সংশোধন এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ।
২. ১৪তম গ্রেড প্রদান।
৩. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৪. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৫. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
কর্মবিরতিতে সংগঠনের অবস্থান স্পষ্ট করে রাণীশংকৈল উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তৈয়ব আলী বলেন, “আমাদের এই ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এই ন্যায্য দাবিগুলো পূরণের মাধ্যমে স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে।”
স্বাস্থ্যকর্মীদের এই কর্মবিরতির ফলে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে।








