লংগদুতে নৌকা ডুবে নিহত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় সাম্প্রতিক ঝড়ো বাতাসে নৌকা ডুবিতে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের এফআইডিসি এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিহত তিন পরিবারের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার চেক তুলে দেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।
সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, কালাপাগকুইজ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, এবং মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুদানের চেক গ্রহণ করে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, কয়েক দিন আগে আকস্মিক ঝড়ে ওই এলাকায় নৌকা ডুবির ঘটনায় তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হন।








