লালমোহনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা ও জনসংযোগে প্রাণচাঞ্চল্য
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা সভা ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় বদরপুর ১নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রচারণা সভায় সভাপতিত্ব করেন বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকার। সভা শেষে বগীরচর এলাকায় জনসংযোগ পরিচালনা করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেছার উল্যাহ, যুবদল সভাপতি আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে বিএনপিকেই এগিয়ে আসতে হবে, তাই ধানের শীষের পক্ষে প্রতিটি ভোট মূল্যবান।”
প্রচারণা শেষে দলীয় নেতাকর্মীরা বগীরচর এলাকার হাট-বাজার ও ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এতে স্থানীয়দের মধ্যে নির্বাচনী উচ্ছ্বাস ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, ওলামা দলের সভাপতি ক্বারী মোঃ ছালামত উল্যাহ, সাধারণ সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলা জিয়া পরিষদের নেতা আঃ মান্নান, ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মোঃ আলাউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, এই জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে লালমোহনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে, যা সাধারণ মানুষের মধ্যেও আলোচনার সৃষ্টি করেছে।








