অভয়নগরে হঠাৎ চোরের উপদ্রব্য বৃদ্ধি, ভ্যানসহ মটর চুরির হিড়িকে এলাকাবাসীর ঘুম হারাম
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগরে নওয়াপাড়া ৫ নং ওয়ার্ডের সরখোলা গ্রামের অসহায় ভ্যানচালকসহ মানুষের ঘুম হারাম করে ফেলেছে ভয়ংকর সংঘবদ্ধ চোর সিন্ডিকেট। গত ১৫ দিনের মধ্যে ওই গ্রাম থেকে অসহায় ভ্যান চালকদের ৫ টি ভ্যান ও অর্ধশতাধিক পানির মটরসহ টিউবওয়েলের মাথা খুলে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত সংঘবদ্ধ চোরেরা। ফলে ওই এলাকার মানুষের ঘুম হারাম হয়ে পড়েছে। অসহায় ভ্যান চালকদের মধ্যে রয়েছে চরম আতংক। তারা একমাত্র জীবীকা নির্বাহ করা ভ্যান চুরির আতংকে দিন যাপন করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যাদের ভ্যান চুরি হয়েছে তারা হলো সরখোলা গ্রামের আব্বাস, আজিজুর, মোয়াজ্জেম, শহিদুল ও ওহিদুল। তারা জানান, অনেক কষ্ট করে সমিতি থেকে কিস্তির টাকা তুলে ভ্যান কিনে ভ্যান চালিয়ে সংসারসহ সমিতির কিস্তি পরিশোধ করছিলাম। এখন ভ্যান চুরি হয়ে যাওয়ায় আমরা বেকার ও খুবই মানবেতর জীবন কাটাচ্ছি। তারা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন। এব্যাপারে ওই গ্রামের একাধিক ব্যক্তি চোর ধরার জন্য রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছে। যাতে আর চুরি সংঘটিত না হয়। এবিষয়ে ওই গ্রামের সমাজসেবক আলমগীর নামে একজন বলেন, আগে আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেনি হঠাৎ চোরের উপদ্রব্য বৃদ্ধি হওয়ায় জনমনে চরম আতংক বিরাজ করছে। তিনি আরো বলেন আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতা খুবই দরকার। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন চুরির কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।








