লংগদুতে ইন্জিন বোট ডুবে নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজের মধ্যে শিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও তার ৮ বছরের শিশু সন্তান রানাকে মৃত উদ্ধার করা হয়। এছাড়াও সালমা বেগম ও তার ৫বছরের শিশু সন্তান মাসুমকে মৃত উদ্ধার করা হয় । দুর্ঘটনার স্বীকার সকলেই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া (এফআইডিসি টিলা) এলাকার বাসিন্দা।
জানাযায়,গত রাতে ইঞ্জিন চালিত বোটে বাড়ি যাওয়ার পথে হঠাৎ বাতাস আর ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাটি তলিয়ে যায়।
ঘটনার আগে আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তানকে নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে, সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি এসেই এই দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হান্নান জানান, আমরা খবর পেয়ে আসার আগেই রাতে একজন এবং সকালে একজনের লাশ ভেসে উঠেছে। এখানো পর্যন্ত ৫ বছরের শিশু মাসুদের সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছেন। অবশেষে মাসুম কও উদ্ধার করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর (তেজস্বী বীর) লংগদু জোন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।








