বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

পাহাড়ের সীমান্ত সুরক্ষার পাশাপাশি বৌদ্ধ ধর্মাবম্বীদের প্রবারণা পূর্ণিমায় আর্থিক অনুদান প্রদান এবং নিরাপত্তার প্রতিশ্রুতি বিজিবি’র

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ৬ অক্টোবর ২০২৫ তারিখে পালিত হবে। এ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এক মতবিনিময় সভা ও অনুষ্ঠানকে সুষ্ঠু,  শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পালন করতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

১ অক্টোবর  রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সদরে প্রশিক্ষণ মাঠে রাজনগর জোন কমান্ডার এর সভাপতিত্বে উক্ত  মতবিনিময় সভায় দায়িত্বপূর্ণ এলাকার প্রবারণা উদযাপন কমিটির সদস্যগণ ছাড়াও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার  ১৫টি প্রবারণা উদযাপন কমিটির সদস্যদেরকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করা হয়।

রাজনগর ব্যাটালিয়ন তথা বিজিবি’র পক্ষ থেকে প্রদত্ত এ অনুদানের মাধ্যমে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপনে সহায়ক হবে। একইসাথে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহাবস্থান নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, যা শান্তিপূর্ণ সহাবস্থানে ইতিবাচক ভূমিকা পালন করবে।

এছাড়াও, প্রবারণা পূর্ণিমা উৎসবে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি, রাজনগর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিওপি/ক্যাম্প/পোস্টসমূহকে সার্বক্ষণিক তৎপর থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।

 

জোন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় স্থানীয় জনগণের নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সচেষ্ট এবং প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বিজিবি কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর