কুষ্টিয়ায় কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় কলম একাডেমী লন্ডনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলার মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুলতানপুর সিদ্দিকীয় সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কলম একাডেমি লন্ডনের কো-অর্ডিনেটর ও আহ্বায়ক ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারো। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডনের সংগঠক ড. হাফিজুর রহমান, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক শাহ আক্তার মামুন, কবি কনক চৌধুরী, রেজাউর রহমান খান, রাফিক উল্লাহ কালবি, সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার উপাধাক্ষ মাওঃ আব্দুল আব্দুল ওয়াহাব, কবি মাওলা বক্স, তামান্না তানজিল মিতা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক জাকির দেওয়ান।








