লংগদুতে বন বিভাগ উল্টাছড়ি রেঞ্জের চারা বিতরণ
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ উল্টাছড়ি রেঞ্জের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বনজ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর ( সোমবার ) দুপুরে বন বিভাগ উল্টাছড়ি রেঞ্জের বিট কর্মকর্তার কার্যালয়ে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
এতে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, বন বিভাগ, উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম,মাহাবুব উল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চারা বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, বনায়ন শুধু পরিবেশ নয়, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং তার যত্ন নিতে হবে।
বন বিভাগ জানান, এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি গাছের পাঁচ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, পাহাড়ি অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময়ে স্থানীয়দের পক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ চারা হাতে পেয়ে বন বিভাগের এধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং বৃক্ষরোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।








