সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনের আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী , লংগদু প্রতিনিধি
পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে লংগদু সেনা জোনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৮ সেপ্টম্বর) দুপুরে লংগদু জোনে পাহাড়ের সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আলোচনা শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি; পিএসসি”র প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন, অত্র জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন। এছাড়াও স্থানীয় পুলিশ বাহিনী ,আনসার বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি,
গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মী এবং অত্র জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
লংগদু জোনের জোন কমান্ডার এর পক্ষ হতে জানান, “পাহাড়ে উন্নয়ন, স্থিতিশীলতা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হলে সাম্প্রদায়িক সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে আছে এবং থাকবে।”
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ লংগদু জোনের এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনেকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শান্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।








