কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতার মুল ভিত্তি হচ্ছে সততা। একজন ভালো সাংবাদিক কখনোই মিথ্যা বা পক্ষ দুষ্ট খবর প্রচার করে না।সত্য তথ্য যাচাই করে নিরপেক্ষ অবস্থান থেকে খবর পরিবেশন করাই হচ্ছে একজন সাংবাদিকের মুল কাজ। এর বাইরে যারা করে তারা কোন অর্থেই সাংবাদিকের সজ্ঞার মধ্যে পড়ে না , পড়তে পারে না। একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া আয়োজিত বার্ষিক সাধারন সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর পরিচালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, এডিটরস ফোরাম সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজ উর রহমান, সিহাব উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, শাহরিয়ার রুবেল প্রমুখ।
প্রধান বক্তা কাদের গনি চৌধুরী বলেন, ‘গনমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাস যোগ্যতা। যে গনমাধ্যমের বিশ্বাসযাগ্যতা যত বেশি। দর্শক শ্রোতা এবং পাঠকদের কাছে তার গ্রহন যোগ্যতা হয় অনেক বেশি। তাই জনস্বার্থে সোংবাদিকদের মাধ্যমের স্বার্থে দেশের স্বার্থে এমনকি নিজ স্বার্থে সাংবাদিকদের প্রাত্যহিক কাজের মধ্য নৈতিকতার চর্চা করতে হয়। তিনি বলেন, সাংবাদিকতায় বস্তনিষ্ঠতায় ঘাটতি হলে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা আসে।
সাংবাদিকদের এ নেতা বলেন, ‘সাংবাদিক কোনো দলের নন, কারো স্বার্থের নন, এমনকি দল-মতের ঊর্ধ্বে থেকে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এটাই প্রকৃত সাংবাদিকের কাজ।’








