কুষ্টিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হচ্ছে। সাধারণ জনগণ দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছে। ফলে গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ আদালত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায়” প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফলসাল মাহমুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌসসহ জেলা ও উপজেলার গ্রাম আদালত পরিচালনা কমিটির দায়িত্বশীল কর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সবচেয়ে বেশি মামলা গ্রহন ও নিষ্পত্ত্বির উপর ভিত্তি করে জেলা সেরা ৩ টি ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালতকে পুরস্কৃত করা হয়।








