নাহার বিল্ডার্সের চেয়ারম্যানের জন্মদিন আজ
এম হেলাল উদ্দিন নিরব
–বিশেষ প্রতিনিধি–
চট্টগ্রামের স্বনামধন্য নাহার বিল্ডার্স এবং নাহার পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান, রায়জোয়ারা ইসলামিয়া
নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার কার্যকরী পরিষদের সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
২০ সেপ্টেম্বর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারী রায়জোয়ারার
এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী একজন ক্রীড়াবিদ, মানবিক কাজে দুরন্ত টগবগে তরুণ।
সততা,নিষ্ঠা,ধৈর্য এবং নিরলস প্রচেষ্টায় নিজ হাতে গড়ে তোলেন নাহার বিল্ডার্স, নাহার পার্ক এন্ড রিসোর্ট, নাহার স্কয়ার। লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন তিনি। সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিচক্ষণ অবকাঠামোগত ভাবে অর্জন করেছে যথেষ্ট দক্ষতা এবং প্রতিটি ক্ষেত্রে সফলতার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতা লাভ করেছে।
কেবল ব্যবসায়িক অঙ্গণেই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক দায়িত্ব পালনেও দৃষ্টান্ত রেখেছেন তিনি। সাফল্যের শীর্ষে অবস্থান করেও ভুলে যাননি দেশীয় সাংস্কৃতিক ও মানবতার কল্যাণে ব্যক্তিগত দায়িত্ব বোধ। দরিদ্র অবহেলিত মানুষের কথাও মনে রেখেছেন সবসময়। উন্নয়নমূলক কর্মকাণ্ডে উল্লেখ যোগ্য অবদান রেখে চলেছেন নিত্যদিন।








