লংগদুতে মাইনীমুখ বাজারের লঞ্চ ঘাটে ভয়াবহ অগ্নিকান্ড
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ি প্রাণকেন্দ্র মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টায় মাইনীমুখ বাজারের লঞ্চঘাট সংলগ্ন কাউসার হোটেলের দোতলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে কিভাবে আগুন লেগেছে এখনো তা সম্পর্কে জানা যায়নি।
এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভরদুপুরে তীব্রতাপদ্রাহে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এতোটাই প্রখর ছিল যে, তা নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। খবর পেয়ে মুহূর্তেই ছুটে আসে স্থানীয় জনসাধারণ, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
এসময়ে তেজস্বী বীর লংগদু জোন, ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ, আনসার ব্যাটালিয়ন সহ সকলের
অক্লান্ত প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে আবুল হোসেনের হোটেল ( সাবেক নুর জাহান হোটেল), জসিমের পান-সিগারেটের দোকান, লঞ্চঘাট ইবাদত খানা, নিরঞ্জন বড়ুয়ার জনতা হোটেল, শিবু বড়ুয়ার কুলিং কর্ণার ও বাসা, বিপুল বড়ুয়ার দোকান ও বাসা, রফিক সওদাগরের দোকান, গিয়াস উদ্দিন (রাকিব টেলিকম) নিপুণ ওয়ার্কশপ ও মামুন আইসক্রিম ফ্যাক্টরীও পুড়ে যায়।
তবে দুটি হোটেল দুটি কুলিং কর্ণার এবং একটি মুদি মালের দোকানের পিছনে বাসা বাড়ি থাকায় আগুনে পুড়ে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে। ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে বলা যাচ্ছেনা। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ হতে ক্ষতির পরিমাণ জানানো হবে।








