চন্দনাইশে পরিত্যক্ত দাম পুকুরটি সংস্কারের পর মাছ চাষের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর সিকদারপাড়া, নব জাগরণ হক কমিটির উদ্যোগে, পরিত্যক্ত দাম পুকুরটি সংস্কারের পর মাছ চাষের মধ্যে দিয়ে উদ্ভোধন করা হয়েছে।
গত বুধবার ( ২ সেপ্টেম্বর) বিকালে পুকুরটি উদ্ভোধন করা হয়।
উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চন্দনাইশ উপজেলার মৎস্য কর্মকর্তা তানভীর আহসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা, মাকসুদ আহাম্মদ, ক্ষেত্র সহকারী সুলতান আহমদ, মোহাম্মদ আব্দুল হক,, এস এম চৌধুরী আবেদ,, মৌলানা হাবিব উল্লাহ, এমরান আলী,, আরাফ আহমদ,, সাইফুদ্দীন,, ইলিয়াস টিপু,, মোহাম্মদ ফিরোজ,, মোহাম্মদ সোহেল সহ আরো অনেকে।
জানা যায়, দীর্ঘদিন ধরে দাম পুকুরটি সংস্কারের অভাবে অকেজো হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তির মাঝে পড়েছে স্থানীয়রা। বিভিন্ন জটিলতার কারণে পুকুরটি সংস্কার কাজে বাঁধা থাকলেও, এসব বাঁধা পেরিয়ে সংস্কার কাজে উদ্যোগ নিয়েছিলেন, দক্ষিণ হাশিমপুর সিকদার পাড়া নব জাগরণ হক কমিটির নেতৃত্ববৃন্দরা। দীর্ঘ ৫ বছর ধরে পরিত্যক্ত ভাবে পড়ে আছে পুকুরটি। এক সময়ে এই পুকুরের পানি ব্যবহার করতো শত শত মুসল্লী ও এলাকাবাসী।
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান জানান, পরিত্যক্ত হওয়া পুকুরটিকে সংস্কারের পর সেখানে মাছ চাষের উপযোগী করা হয়েছে। এবং আমরা পানি টেষ্ট করেছি। তারপর মাছ চাষীদের কে বিভিন্ন পরামর্শ দিয়ে, তাদের কে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস প্রদান করেছি।








