এনায়েতপুরে যুবকদের নিয়ে আলোচনা সভা
ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) মাগরিবের নামাজের পর এনায়েতপুর হাটখোলা একটি রুমে ব্রাহ্মণগ্রাম ওয়ার্ডে যুব বিভাগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণগ্রাম ওয়াড সভাপতি মোঃ ইছাহাক হোসেন রুবেল, সভা পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর সাংগঠনিক সদর ইউনিয়ন আমির মাওলানা মোঃ আঃ হক, সাংগঠনিক সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইদ্রিস আলম, স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী।
আরো উপস্থিত ছিলেন, ডাঃ হাবিবুর রহমান আলাল ও মোঃ হারুন বেপারীসহ প্রমূখ।
এসময় বক্তা গন বলেন, যুব সমাজকে পরিবর্তন হতে হবে। যুবকদের মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল, সকল ধরনের নেশা থেকে বিরত থাকতে হবে। তাহলেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








