লালমোহনে আমড়া বানানী খেয়ে ৬ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে
ইউসুফ আহমেদ, ভোলা:
ভোলার লালমোহনে আমড়া বানানী খেয়ে মাদ্রাসা পড়ুয়া ৬ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে।
(২৭ আগষ্ট)বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ক্লাস চলাকালিন সময় এঘটনা ঘটে।
জানাযায় ওই শিক্ষার্থীর বিরতির সময় রাস্তার পাশে আমড়া বানিয়ে বিক্রেতার কাছ থেকে আমড়া বানানী খেয়ে ক্লাসে গেলে একের পর এক অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ ছাত্রীরা হলো- নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া এবং জিন্নাত। তারা সকলেই ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।পরে তাদেরকে মাদ্রাসা কতৃপক্ষ দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় মাদ্রাসার অন্যান্ন শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা আতংকিত হয়ে পড়ে।
এবিষয়ে মাদরাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২ টার দিকে মাদরাসার দশম শ্রেণির ৬জন ছাত্রী দোকান থেকে আমড়ার ভর্তা খায়। এর কিছুক্ষণ পর তাদের বুকে ও পেটে জ্বালাপোড়া শুরু হয়। এরপর একে একে ওই ৬ ছাত্রীই জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কর্তব্যরত চিকিৎসক ওইসব ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, দুপুরের ১টার দিকে ৬ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। আমি তাদের শ্বাস কষ্টে ভোগতে দেখেছি, তবে তাদের মাঝে ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ওই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ চলছে।








