কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলাকারী মিলন আটক
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী মিলন হোসেনকে (৩২) পুলিশ আটক করেছে। সে দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফছারের ছেলে। জেলার মিরপুর থানা রোববার বিকেলে রাজধানীর সাভার থানাধীন তেতুলঝড়া এলাকা থেকে তাকে আটক করে। মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ গত ১১ আগষ্ট পৌরসভার সেক্টরপাড়াস্থ নিজ বাড়ী থেকে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদ যাওয়ার পথে সন্ত্রাসী মিলন হোসেনের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশি অস্ত্র হাতুড়ী ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। পরে হামলাকারীরা ফিরোজ আহাম্মেদের বাড়িতে এসে লাশ কুড়িয়ে আনার জন্য বলে। পরবর্তীতে স্থানীয় জনগণের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরবর্তীতে রাজধানী শ্যামলীতে ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর সাংবাদিক ফিরোজ আহাম্মেদের ভাগ্নে ইদ্রিস আলী বাদী হয়ে স্থানীয় থানায় মিলন হোসেনকে প্রধান আসামি করে একটি এজাহার দায়ের করেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভার থানাধীন তেতুলঝড়া এলাকা হতে তাকে আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের আটোকে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।








