কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহাতাব উদ্দিন চাঁদ (৫৫) নামের এক যুবক নিহত হয়েছে। সে শহরের পূর্ব মজমপুর মহল্লার মৃত আলাউদ্দিন বিশ্বাসের ছেলে। শনিবার (২৩ আগষ্ট) সকালে কুষ্টিয়া-যশোর মহাসড়কের উপজেলা মোড়ে রাস্তা পারাপারের সময়ে দুটি ইজিবাইকের মাঝে পড়ে গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ আগষ্ট) সকালে তার মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








