অভয়নগরে ভ্যান চালক লিমন হত্যার সাথে জড়িত ১ জন আটক
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে আলোচিত ভ্যান চালক লিমন(১৭) কে হত্যার সাথে জড়িত বিল্লাল হোসেন নামের এক হত্যাকারীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। বুধবার ২০ আগষ্ট উপজেলার কোদলা ইয়াছিনতলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় ভ্যানসহ মাটিতে পুতে রাখা ভ্যানের ব্যাটারীও উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবিষয়ে এলাকাবাসী ওই ভ্যান চালক লিমন হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছে। আটক বিল্লাল কোদলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যান চালক লিমন হত্যার সাথে জড়িত আসামি বিল্লালকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে এসময় মাটিতে ভ্যানের ব্যাটারী পুতে রাখাসহ ভ্যানটিও উদ্ধার করা হয়। উল্লেখ গত ১২ আগষ্ট অভয়নগরে লিমন শেখ (২৫) নামে এক ভ্যান চালককে শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিল এলাকার আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, লিমন সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা শংকরপাশা ফারাজীপাড়া গ্রামের মাঠের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আলোচিত ওই হত্যাকান্ডে হত্যাকারীদের আটক করতে ভ্যান শ্রমিকরা আন্দোলনও করে। অবশেষে ওই হত্যার সাথে জড়িত একজনকে আটক করতে সক্ষম হলো পুলিশ। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, লিমন হত্যার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে ওই হত্যার সাথে জড়িত আসামিদের আটকে অভিযান অব্যহত আছে।








