মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে আওয়ামী লীগ নেতা ও চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে সে হস্তক্ষেপ করে।ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামালা করেন।
শুক্রবার উপজেলার ফজুমিয়ারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে চরপাগলা গ্রামের মৃত মোঃ ইউছুফের ছেলে।
এবিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেন, চরকাদিরায় চিহ্নিত আসামী রাজু চেয়ারম্যানকে গ্রেফতার করার সময় পুলিশি কাজে অন্যায়ভাবে হস্তক্ষেপসহ নানা অভিযোগে নিজাম মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় পরবর্তী কার্যক্রম চলেছে।








