রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় রায়গঞ্জ থানার আয়োজনে ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে
অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, রায়গঞ্জ জামায়াতে আমীর আলী মুর্তুজা, ইন্সপেক্টর বাবলু কুমারের ও সাবেক যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা। বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল হক খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ রেজাউল করিম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম, ওপেন হাইজ ডে আলোচনায় সাধারণ জনগণ অংশগ্রহণ করে। এতে আরো বক্তব্য রাখেন চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ছাত্র দলের সভাপতি শাহীন সুমন। বক্তারা মাদকের উপর গুরুত্ব আরোপ করে সমাজ থেকে বাল্য বিয়ে মাদক নির্মূল করার আহবান জানান। বর্তমানে ছিনতাই রাহাজানি খুনের ঘটনা ঘটায় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে অভিমত প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্য হাফিজুর রহমান বলেন, পুলিশ সব সময় ক্রিমিনাল অপরাধ নিয়ে কাজ করে। সাধারণ জনগণ পুলিশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন।








