জুলাই বিপ্লব’ দিবসে লংগদু বিএনপির আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
জুলাই বিপ্লব উপলক্ষে লংগদু উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় লংগদু উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ র্যালি বিএনপির বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লংগদু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও যুগ্ম সম্পাদক এমএ হালিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের লংগদু উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক।” বিগত ১৬ টি বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের মাধ্যমে বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে খুনি হাসিনা ক্ষমতা দখল করে রেখেছিলেন। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের আহবান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লবের পর আজও গুটিকয়েক দল স্বৈরাচারী সরকারকে সুযোগ করে দিতে পিএলের পদ্ধতিতে নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে, অথচ কিছুদিন আগেও হাতপাখা দিয়ে স্বৈরাচারী সরকারকে বাতাস করেছিল তারা। পিএলের পদ্ধতিতে নির্বাচন হলে রাঙ্গামাটি আসনে ভোট দিবেন, এমপি পাবেন উত্তরবঙ্গে সুতরাং পিএলের পদ্ধতিতে নির্বাচন নয়, বরং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।








