কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ পলিথিন উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১শ’ ৩১ বোতল ফেনসিডিল ১শ’ ৫০ পিস ইয়াবা, ১০ বোতল মদ, ৩শ’৫২ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১শ’২১ প্যাকেট পাতার বিড়ি এবং যৌথ অভিযানে ২হাজার ৫শ’৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন। মঙ্গলবার ভোরে জেলার মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের ছত্রগাছা গ্রামের দক্ষিণ পাড়ায় একটি পলিথিন গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের নেতৃত্বে প্রশাসন ও ৪৭ বিজিবি যৌথ অভিযান চালায়। এ সময়ে
২ হাজার ৫শ’ ৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার, ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে সোমবার রাতে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বিওপির হাবিলদার আলমগীর আজাদের নেতৃত্বে হাতিশালা মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা চালিয়ে ১শ’ ৫০ পিস ইয়াবা, ১০ বোতল মদ এবং ১শ’ ২১ প্যাকেট পাতার বিড়ি আটক উদ্ধার করে। রংমহল বিওপির হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে খাসমহল মাঠে অভিযান চালিয়ে ৩শ’ ৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে। পশ্চিম ধর্মদাহ বিওপির নায়েব সুবেদার কাইয়ুম হোসেনের নেতৃত্বে পশ্চিম ধর্মদাহ নামক স্থানে অভিযান চালিয়ে ১শ’ ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১৫ লক্ষ ২১ হাজার ১শ’ ৫৫ টাকা। তিনি আরও বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরে জমা করা হয়েছে।








