সিরাজগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক উল্টে মাসুদ মোল্লা (৪০) নামে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।নিহত ট্রাকচালক শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার হাসান আলীর ছেলে।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।








