কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ জাল উদ্ধার
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে অবৈধ জাল ও উদ্ধার করেছে। রোববার ভোরে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে জেলার মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারী উদ্ধার করে। অন্যদিকে শনিবার রাতে দৌলতপুর উপজেলার জামালপুর মাঠে হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১শ’ গ্রাম হেরোইন ও ৩শ’ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত জাল ও মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৯০ হাজার টাকা। তিনি আরও বলেন আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে।








