কুষ্টিয়ায় এসইডিপি’র পুরস্কার বিতরণী
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কুষ্টিয়া সদর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে জেলা প্রশাসক বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অনস্বীকার্য।” আপনি আপনার যোগ্যতা আনুযায়ী সম্মান পাবেন। শিক্ষাকে মানুষ আলাদাভাবে মূল্যায়ন করে। প্রবাদে আছে মূর্খ বন্ধু থাকার চেয়ে শিক্ষিত শত্রু থাকা শ্রেয়। এ কথা থেকেই বুঝায় শিক্ষার গুরুত্ব। দুনিয়াটা অনেক বড়, অনেক সুযোগ আছে অনেক যায়গা আছে, অনেক কিছু করতে পারবেন।
আমাদের সামাজিক দায় বদ্ধতা রয়েছে। সামাজিক দায়িত্ব অনেক, আমি যেন অন্যের ক্ষতির কারন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। মনে রাখতে হবে, ছোট ছোট বালি কনা বিন্দু বিন্দু জল দিয়ে মহাসাগর তৈরী। নিজেকে কখনো একা ও ছোট করে দেখার সুযোগ নেই।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান।
কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবা বেগমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মোহাম্মদ রুহুল আমীন, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, পোড়াদহ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন আলো প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসইডিপি’র আওতায় পারফরমেন্স ভিত্তিক ৪০ জনকে মনোনীত করে সার্টিফিকেট, ক্রেষ্ট ও ফুলেলে সুভেচ্ছা জানানো হয়।








