কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া’র আয়োজনে এ সভায় জেলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
ডা. নাসরিন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব মিজানুর রহমান ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মন্নান, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এবং সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাসপাতালকে যেকোনো মূল্যে দালালমুক্ত করতে হবে। রিপ্রেজেন্টেটিভরা ঢোকার চেষ্টা করবেই, ডাক্তারদের কৌশল অবলম্বন করে তা মোকাবিলা করতে হবে।” তিনি আরও বলেন, “ডাক্তারদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। শহর বা মফস্বল যেখানেই পোস্টিং হোক, সকলকে দায়িত্বশীলভাবে মানিয়ে নিয়ে কাজ করতে হবে। জনগণের সঙ্গে যারা কাজ করে, তাদের থেকে কিছু ভুল হতেই পারে, এসব নিয়ে অতিরিক্ত হট্টগোল না করে সমাধানে মনোযোগী হওয়া প্রয়োজন।” সভায় হাসপাতালের সেবামান, নার্স ও চিকিৎসকদের পেশাগত চ্যালেঞ্জ, নিরাপত্তা, কর্মপরিবেশ ও নৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।








