রাণীশংকৈলে শিক্ষার্থীদের ন্যাপকিন কর্ণার উদ্বোধন
অভিশেখ চন্দ্র রায়,
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ন্যাপকিন কর্ণার উদ্বোধন করা হয়েছে।
(২৮ জুলাই) সোমবার দুপুরে উপজেলার কাদিহাট উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের এ কর্ণারের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী।
নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ এর বাস্তবায়নে এবং শিক্ষার্থী ফোরামের উদ্যোগে এ সময় আরও উপস্থিত ছিলেন ডাঃ সাজেকুর রহমান, উপজেলা সিএসও সম্পাদক হালিমা আক্তার ডলি, প্রধান শিক্ষক রমনী কান্ত, শিক্ষক পুস্পা রাণী সিনহাসহ ষ্টুডেন্ট ফোরাম সদস্যরা।
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষা এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্প এর আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ফোরাম সদস্যরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন। অতিথিরা তথাকথিত কুসংস্কার ভেঙ্গে এরকম একটি উদ্যোগ বাস্তবায়নে সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ জানান। এবং তাঁরা বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগ মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যরক্ষায় যেমন ভূমিকা রাখবে তেমনি সহায়ক হবে তাদের সামনে এগিয়ে যাওয়ার।








