কুষ্টিয়ায় আকাশমনি গাছের চারা ধ্বংস
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে জেলার মিরপুর উপজেলা জিয়া সড়কে ২০২৪-২৫ অর্থবছরে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসকল্পে উৎপাদনকারী বেসরকারি-ব্যক্তি মালিকানাধীন নার্সারি মালিকদের ক্ষতিপূরণের জন্য কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় এ চারা ধ্বংস করা হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে অতিথিবৃন্দ ৩ টি নার্সারির ৩০ হাজার ৫শ’ আকাশমনি গাছের চারা ধ্বংস করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্ষতিগ্রস্ত নার্সারী মালিকদের আগামীকাল চেক এর মাধ্যমে অর্থ প্রদান করা হবে।








