কুষ্টিয়ার লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান কালিতলা-দুর্গাপুর মাঠের নির্জন এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত আয়েশা খাতুনের (৫০) মরদেহ নিয়ে বাড়ি ফিরছিল পরিবারের সদস্যরা। আয়েশা খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের বাসিন্দা নিয়ামত আলীর স্ত্রী।
অ্যাম্বুলেন্সটি ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কে পৌঁছালে হঠাৎ মুখোশধারী একদল দুর্বৃত্ত গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।
ডাকাতির শিকার যাত্রীদের মধ্যে ছিলেন নিশ্চিন্তপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রাকিবুল ইসলাম (৪২), আইলচাড়া গ্রামের আকছেদ মন্ডলের ছেলে শাহবুল, শিঊলি খাতুন (৪৬), এবং ফেরদৌসি (৩২)।
ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে হঠাৎ করে পথরোধ করে দুর্বৃত্তরা। তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সবাইকে নিঃস্ব করে দেয়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাতে কোনো ধরনের পুলিশি টহল থাকে না, ফলে অপরাধীরা সহজেই এমন ঘটনা ঘটাতে পারছে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় তবে তিনি ফোন রিসিফ করেন নাই।








