রাণীশংকৈলে বিভিন্নভাবে অবদান রাখায় সম্মানে ভূষিত করলেন গুনী ব্যাক্তিদের
উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
রাণীশংকৈলে বিভিন্নভাবে অবদান রাখায় সম্মানে ভূষিত করলেন গুনী ব্যাক্তিদের
২২ শে জুন রোববার রাণীশংকৈল মিনি স্টেডিয়ামে বেসরকারি সংস্থা ইএসডিও এই সম্মাননা স্মারক প্রদান করে।
ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের উপর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক পান যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, প্রতিভাবান শিল্পী প্রভাষক প্রশান্ত বসাক, স্থানীয় সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, ক্রীড়া ক্ষেত্রে জয়নুল ইসলাম, সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ নুর আলম, হারুন অর রশিদকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ ছাড়াও মেরাথন সাইকেল র্যালি প্রতিযোগিতায় বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, বিশেষ অতিথি সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আমিরুল ইসলাম প্রমুখ।








