লালমোহনে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরের দালাল বাজারে অগ্নিকাণ্ডের ৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই।
সরেজমিনে গিয়ে জানাযায়, মঙ্গলবার ১৭ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে
অগ্নিকান্ডে মাষ্টার মোঃ হাবিব উল্লাহ মার্কেটের ৪ টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এর মধ্যে মোঃ রায়হানের মায়ের দোয়া নামক পার্স এন্ড ইলেকট্রনিকস দোকান প্রায় ১০ লক্ষ টাকা, সোহাগ চন্দ্র দাসের,ভাই ভাই সেলুনের প্রায় ২ লক্ষ টাকা, আরজু মিয়ার ভূষা মালের আড়ৎ,প্রায় ৩ লক্ষ টাকা,মোঃ জাকিরের চালের আড়ৎ প্রায় ২ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়।
এছাড়াও ঘর মালিক মোঃ হাবিব উল্লাহ মাষ্টার জানান আগুনে পুড়ে যাওয়ার কারণে তার ঘরের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান এই ঘর মালিক।
বুধবার সকাল ১১টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে সরেজমিনে পরিদর্শন করেন,লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ। এসময় তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।
লালমোহন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন জানান রাতেই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণের আনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ্ আজিজ বলেন,উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন দালাল বাজারে গতরাতে অগ্নিকান্ড হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠালে তারা আগুন নিয়ন্ত্রণ আনে। তিনি আরো জানান আমি উপজেলা প্রশাষনের পক্ষ থেকে অগ্নিকান্ড সংঘটিত বাজার পরিদর্শন করে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেই।এছাড়াও পরবর্তীতে তাদের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
এসময় ধলিগৌরনগর ইউনিয়নের পশ্চিম শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন নসু , সাধারণ সম্পাদক বাবলু মহাজন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








