কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে দারুস সালাম জামের মসজিদে উপজেলা জামাতের আমের খন্দকার রেজাউল করিমের সভাপতি ত্যাগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর স্থানীয় নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডাক্তার রফিকুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির মাও: খন্দকার রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা বিভাগের মালিহাদ ইউনিয়নের টিম সদস্য নাসরিন নাহার। পৌর মেয়র পদে উপজেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন।চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের টিম সদস্য অধ্যাপক রিয়াজস্তুল বারী, বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আনোয়ার হোসেন মিঠু, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনিসুজ্জামান, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে সরকারি সেক্রেটারি ডাক্তার রফিকুল ইসলাম, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অধ্যাপক জেলা ইউনিটের সদস্য অধ্যাপক জোমারত আলী, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের আমির বাবুল হোসেন মন্ডল, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, মালিহাদ ইউনিয় পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আজিজুল হক, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রব আরিফ, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ রাজিবুল ইসলামের নাম ঘোষণা করেন।








