রাণীশংকৈল থানা ও সিএসও সদস্যদের সংলাপ সভা অনুষ্ঠিত
অভিশেখ চন্দ্র রায়,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্প এর আওতায় সিএসও সদস্যদের নিয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রকল্প অফিস সভাকক্ষে মানব কল্যাণ পরিষদের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
নেটজ্ বাংলাদেশ এবং বিএমজেড এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহা. আরশেদুল হক। এ সময় স্বাগত বক্তব্য রাখেন এমকেপির রাশেদুল আলম।
সিএসও সভাপ্রধান মোবারক আলীর সভাপতিত্বে সভায় সম্পাদক হালিমা আক্তার ডলি, সদস্য সফিরুল ইসলাম,দিলরুবা খানম,জাহাঙ্গীর আলম ও মানবকাল্যাণ পরিষদের শিরিন সুলতানা ইউনিয়ন পর্যায়ে নানা রকম সমস্যার কথা তুলে ধরেন।
সভায় সদস্যদের সামনে থানার নানা রকম কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের সমস্যা সমাধানের আশ্বাস দেন এই কর্মকর্তা।








