কুষ্টিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রসহ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে। শনিবার রাতে ৪৭ বিজিবির সহকারী পরিচালক সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে জেলার দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চকরাজাপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে নাহারুল মৃধাকে (৫৮) ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ আটক করে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত জানবান মৃধার ছেলে। এ সময়ে তার কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত নাহারুল মৃধা ২০২২ সালে সংঘটিত একটি ডাকাতি ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামী। মামলায় ৩০ বছর সাজার রায় হলে সে ভারতে পালিয়ে যায় এবং চার মাস পূর্বে গোপনে বাংলাদেশে ফিরে আসে। দেশে ফিরে সে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয় বলে বিজিবি সূত্রে জানায়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটকের সময় একই ঘটনায় জড়িত আরো তিনজন আসামী পলাতক রয়েছে। তারা হলেন রাখি মন্ডল (৪০), বিপ্লব (২৯) ও জাহাঙ্গীর মিয়া (২৬)। তারা সবাই দৌলতপুর থানার বিভিন্ন গ্রামে অবস্থানকারী এবং চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী মিথ্যা নাম-পরিচয় প্রদান করলেও পরবর্তীতে বায়োমেট্রিক যাচাই ও দলিলপত্র পর্যালোচনায় তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা যায়। এছাড়া পলাতক আসামীদের মধ্যে রাখি মন্ডল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ, বিপ্লব ও কট জাহাঙ্গীর মিয়া ‘লালচাঁদ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তারা ধৃত আসামীর সাথে একযোগে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এবং ‘সেন্টু চেয়ারম্যান’ হত্যা মামলার সাথেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি জানান। আটককৃত আসামী ও জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও মোবাইলসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে।








