বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় ১০বাংলাদেশীকে আটক করেছে বিজিবি  

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

 

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ মে) সকাল১১:৩০ ঘটিকায় হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে দিনাজপুর ৪২ ব্যাটেলিয়ান অধিনস্হ চাপাসার বিওপি দায়িত্বপূর্ণ পিলার ৩৪৭/৬ এস এর নিকট দিয়ে বাংলাদেশের অভ্যান্তরে হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের ভাতুড়িয়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি টহলদল দল এর প্রচেষ্টায় ভারত হতে অবৈধ ভাবে বাংলাদেশে পারাপারের সময় উক্ত ১০জন ব্যাক্তিকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকৃত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২২), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪১), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সেদেম চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২২), বিরল উপজেলার সাংশনদিয়া এলাকার মৃত মসলিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়উল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (৩২), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মোসলেম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আবজাল হোসেন(২৫) ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সন্তোষ(২৭)বর্ডার গার্ড বাংলাদেশ ।দিনাজপুর ব্যাটালিয়ন ৪২বিজিবি প্রেস ব্রিফিংয়ে জানান,উক্ত আটককৃত ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কাজের সন্ধানে বিগত ৭বছরে বিভিন্ন সময় দালালদের মাধ্যমে বাংলাদেশ হতে ভারতে অবৈধ ভাবে গমন করেছিল এবং ভারতীয় দালালদের সহযোগিতায় কাটাতারের বেড়ার নিচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করে। উল্লেখ্য আটককৃত ব্যাক্তিদের জাতীয় পরিচয় পত্র যাচাই বাছাইয়ের পর বাংলাদেশের নাগরিকত্ব সঠিক হওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর