প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী
মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী।
শনিবার দুপুরে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর আগে, প্রার্থিতা বাছাইয়ে মনোনয়নপত্রে বিভিন্ন বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে নুরুল হুদা নির্বাচন কমিশনে আপিল করলে শুনানিতে তা মঞ্জুর হয়। আর তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পান তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান তিনজনের প্রার্থিতা বাতিল করে ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করেন। বাতিল হওয়া তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলে বিভিন্ন সময়ে শুনানীতে দুইজন প্রার্থিতা ফিরে পান। এতে করে এ আসনে এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।








