কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কলা বোঝাই পিকআপ ভ্যান ও স্যালোইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (৫০) নামের এক নছিমন চালক নিহত হয়েছেন। সে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ীগামী একটি কলাবোঝাই পিকআপের সঙ্গে কুষ্টিয়াগামী নছিমনের সংঘর্ষ হলে নছিমন চালক মিলন হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওয়াহেদ বলেন, পিকআপ ও নছিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








