শয়ন কক্ষে ঝুলছিল কলেজ শিক্ষার্থী তুষারের মরদেহ
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক শালুক এলাকায় তন্ময় কুমার তুষার (২১) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের নিজ শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শালুকগাড়ী গ্রামের ভাড়া বাসা থেকে তুষারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুষার কুমার শ্রী কৃষ্ণ বাঁশফোরের ছেলে। সে সরকারি আজিজুল হক কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থী ছিল।
স্থানীয়সূত্রে জানাগেছে, নিহত তুষারের বাবা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। দীর্ঘ দিন যাবত তিনি বগুড়া ক্যান্টনমেন্ট মাঝিড়া শাখায় চাকরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার শালুকগাড়ী গ্রামে ভাড়া বাসায় থাকেন। তিনি বগুড়া ক্যান্টনমেন্টের পিএমএইচএ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত আছেন। সংসারে তার স্ত্রী, এক কন্যা (বিবাহিতা) ও ছেলে তুষার রয়েছে। এদিকে তুষারের মা গতকাল ঢাকায় মেয়ের বাসায় গেছেন। আর বাবা নিজ কর্মস্থলে ছিলেন। বাড়িতে তুষার একাই ছিল। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তুষারকে দাঁত ব্রাশ করা অবস্থায় দেখতে পায় প্রতিবেশী। তারপর থেকে সে আর প্রতিবেশীর নজরে পড়েনি। এমতাবস্থায় হঠাৎ তুষারের বাবা বাড়ি ফিরে দেখে তার ঘর ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া শব্দ পাননা। এতে তুষারের বাবা আতঙ্কিত হয়ে চিৎকার করলে প্রতিবেশী এসে দেখে তুষারের গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ ঝুলছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী আরও জানান, তুষারের ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
এঘটনায় শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, কলেজ পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যু প্রসঙ্গে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।








