রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ নবাবগঞ্জে কৃষকের কলিজা শোভা পাচ্ছে ইটভাটায়  ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি প্রেস ব্রিফিং করে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত  খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ    কুষ্টিয়ায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) লংগদু তিনটিলা বনবিহারে ১৫তম অষ্টবিংশতি বুদ্ধপূজা ও মহাসংঘ দান অনুষ্ঠিত রাজশাহীর তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ 

শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন -জেলা প্রশাসক মফিদুল আলম

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তিনি গফরগাঁও উপজেলার ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করেন।

শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তাদের পড়াশোনার অগ্রগতি, শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানের ধরন গভীরভাবে লক্ষ্য করেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো, সহকারী শিক্ষা অফিসারসহ স্থানীয় শিক্ষকবৃন্দ।

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আনন্দটাই আসল বিষয়। মাঠপর্যায়ে গিয়ে তাদের পাশে বসে শেখার আনন্দ ভাগ করে নিতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিকর। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও খুদে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তিনি খোলা মনে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

স্থানীয় শিক্ষকদের মতে, জেলা প্রশাসকের এই উদ্যোগ শিক্ষাপ্রেম ও মাঠপর্যায়ে প্রশাসনের সম্পৃক্ততার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর