শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ নবাবগঞ্জে কৃষকের কলিজা শোভা পাচ্ছে ইটভাটায়  ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি প্রেস ব্রিফিং করে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত  খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ    কুষ্টিয়ায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) লংগদু তিনটিলা বনবিহারে ১৫তম অষ্টবিংশতি বুদ্ধপূজা ও মহাসংঘ দান অনুষ্ঠিত রাজশাহীর তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ 

কুষ্টিয়ায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় প্রতিবেশীর বাড়িতে চুরির অভিযোগে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১২ টার দিকে নিজ বাড়ির সামনে আহত অবস্থায় মনিরুলকে দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত মনিরুল ইসলাম শহরের জিকে এলাকার বাসিন্দা ও আশকার মন্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাক ড্রাইভার ছিলেন। নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, বাইরের শব্দে আমি বাড়ি থেকে বের হই। এসময় কুকুরের আসা দেখে আমি বাড়িতে ডুকে যায়। পরে আবার শব্দ হলে আমার ননদের মেয়ে কথায় আবার বাইরে যেয়ে দেথি আমার স্বামী দৌড়ে এসে রাস্তায় পরে গেল। চোরের অপবাদ দিয়ে আমার স্বামীকে সন্দেহ করে মেরে ফেলেছে। তাকে তারা ধরতে পারিনি। শুধু অভিযোগ করে আসছিল ও চাপ দিচ্ছিল চুরি যাওয়া জিনিস ফেরতের জন্য। আমার স্বামীকে রিপনরা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।নিহতের বোন বিথী খাতুন জানান, গত ৩দিন আগে একটা বাড়িতে চুরি হয়েছিল। চুরি হওয়ার পরে তারা নাকি আমার ভাইকে দেখেছিল। দেখে তাকে সন্দেহ করে। গতকাল সেই সন্ধ্যে থেকে আশপাপশের লোকজন বলে যাচ্ছিল আমার ভাবিকে আপনার স্কামীকে ধরিয়ে দেন নাহলে আজ মারা পরে যাবে। তাকে হত্যা করা হয়েছে। সে জলজ্যন্ত একটা মানুষ সে আমাদের সাথে কথা বলল। আমাদের সাথে খাওয়া দাওয়া করলো। তারপর ভাই বাইরে গেলে একটা শব্দ হল। শব্দ শুনে আমরা বাইরে যেয়ে দেখি আমার ভাই বাইরে পরে আছে। যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। প্রতিবেশী ইমরান খান জানান, চুরি হয়েছিল আমার বাড়ির সামনে। যার বাড়িতে চুরি হয়েছিল তাদের এক আত্বীয় মারা যাওয়ায় পরিবারের সবাই দেখতে গেছিল। আমি বাড়ি আসছিলাম দেখি আমার স্ত্রী গলির মুখে দাঁড়িয়ে আছে যেখানে চুরি হয়েছে। আমার স্ত্রী আমাকে বলছে মনিরুল ভাই বাড়ির সামনে কি যেন করছে। আমি যেয়ে মনিরুল ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই কি করছেন? ভাই বলল আমি নেশা করছি। আমি সেখান থেকে তাকে চলে যেতে বলে আমার বাড়িতে চলে গেছি। সেই দিন রাত সাড়ে ১০টার সময় আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলছে সেই বাড়িতে সব চুরি হয়ে গেছে। সেই বাড়ির মালিক সহ আমরা মনিরুল ভাইয়ের বাড়িতে যেয়ে তাকে বললাম আপনি যদি মালপত্র নিয়ে থাকেন তাহলে দিয়ে দেন। তখন মনিরুল ভাই বলল আমি নেই নি আমি জানি না। পরে আমরা থানায় যেয়ে তার (মনিরুল) নামে জিডি করেছি ৩ দিন আগে। শুনছি তার পরের দিন আরেক বাড়িতে মনিরুল চুরি করতে গেছিল তা লোকজন দেখেছে। এবিষয়ে, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর