শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ নবাবগঞ্জে কৃষকের কলিজা শোভা পাচ্ছে ইটভাটায়  ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি প্রেস ব্রিফিং করে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত  খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ    কুষ্টিয়ায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) লংগদু তিনটিলা বনবিহারে ১৫তম অষ্টবিংশতি বুদ্ধপূজা ও মহাসংঘ দান অনুষ্ঠিত রাজশাহীর তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ 

দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য জনপদের দুর্গম এলাকায় শীতের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে দীঘিনালা উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ও দীঘিনালা ইউনিয়নের বাবুছড়া ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শীতের তীব্রতায় দুর্ভোগে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি।

কর্মসূচির অংশ হিসেবে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র তত্ত্বাবধানে চিকিৎসক দল অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বাবুছড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কার্বারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি জানান, যেকোনো দুর্যোগে বিজিবি জনগণের সহায়তায় প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে বিজিবি প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর