পাটগ্রামে লাইফ কেয়ার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ মিনাজ পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় যুক্তরাজ্য থেকে পরিচালিত শায়েখ আহমেদ দাব্বাগ (দা:বা:) এর অর্থায়নে লাইফ কেয়ার উদ্যোগে ১৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সংগঠনটি ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার আদর্শ ডিগ্রী কলেজের হল রুমে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় লাইফ কেয়ার পক্ষে মোঃ সামিউল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম মির্জারকোট দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সোবহান (দা:বা:) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম ফজলুল হক উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিদ্দিকুর রহমান , উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আব্দুল আকবর বিন আফসার উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পিয়ারুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন ।








