মধ্যনগরে মানুষের ভোগান্তি লাঘবে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
নিজস্ব অর্থায়নে ধারাবাহিক জনসেবামূলক কাজ করে আবারও আলোচনায় এসেছেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি মধ্যনগর সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোপরা খালে বাঁশের সেতু নির্মাণ করে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন।
দীর্ঘদিন সেতুর অভাবে ভোগান্তিতে থাকা মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী চামরদানী ইউনিয়নের সোলেমানপুর, বিচরাকান্দা, জলসা, আমজোড়া, নোগদাপাড়া, রামদিগা, দৌলতপুর, সাফারিপাড়া ও সম্পদপুর গ্রামের মানুষ এই ব্রিজের সুবিধা পাচ্ছেন। নতুন সেতুটি চালু হওয়ায় এখন সহজেই উপজেলা সদরে যাতায়াত করতে পারছেন ।
এর মাত্র দুই দিন আগে মিনু নিজ উদ্যোগে মধ্যনগর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের টুকের বাজার–শাহপুর–বড়ইউন্দ বাজার সড়কের মধ্যে সৃষ্টি হওয়া খালটি বাঁশ ও কাঠ দিয়ে মেরামত করেন। এতে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত-দুর্ভোগ অনেকটাই কমে আসে। স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
এর আগেও তিনি মধ্যনগর সদর ইউনিয়নের জোরখলা ফেরিঘাট এলাকায় যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি কাঠের সেতু নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেন। সেতুটি চালু হওয়ার পর থেকে এলাকার যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান উন্নতি এসেছে।
নিজস্ব অর্থায়নে এসব জনগুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে মিজানুর রহমান মিনু বলেন, এলাকার মানুষের সুবিধাই আমার প্রথম অগ্রাধিকার। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস থেকেই আমি এসব কাজ করছি। আমার বাবা মরহুম আব্দুল লতিফ তালুকদার এ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পিতার আদর্শকে ধারণ করে আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের মুখের হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








