শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

রংপুরে বিএনপি প্রার্থী সামু’র মতবিনিময়

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

শরিফা বেগম শিউলী

স্টাফ রিপোর্টার

রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু রোববার সকালে নগরীর চেম্বার ভবন মিলনায়তনে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন,  জাতীয় পার্টি নামে একটি দল ও পরিবার ৪২ বছর ধরে রংপুরকে শাসন করছে তারা জনগনের কাছে ভোট নিয়ে তাদের পকেট ভারী করলেও জনগনের সাথে প্রতারনা করেছে। এরশাদ ও তার পরিবারের সেই আশা দুরাশায় পরিনত হবে জনগন তাদের প্রতারনার ফাঁদে আর পা দেবেনা। এবার বিএনপি প্রার্থীকে ভোট দেবে বলে আমি দৃঢ় ভাবে মনে করি।

তিনি বলেন,রংপুরের মানুষ দীর্ঘ দিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার কোন উন্নয়ন হয়নি। জাতীয় পার্টি রংপুরের মানুষকে প্রতারিত করে ভোট নিয়েছে কিন্তু তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ছাড়া রংপুরের মানুষের জন্য কিছুই করেনি।  তিনি বলেন,

আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তা কোন কাজেই আসবে না ইনশাআল্লাহ।  কারণ রংপুরবাসী, রংপুরের সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার সম্পর্কে জানে, অবগত রয়েছেন। এই কারণে কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তি তার বিরুদ্ধে মিথ্যা প্রপাডাঙ্গা করে হেয় করার চেষ্টা করছে তাদের জনগন আমাকে ভোট দিয়ে জয়ী করে তাদের অপপ্রচারের জবাব দেবে বলে জানান তিনি। তার বিশ্বাস আগামী দিনে রংপুরবাসী সত্যকে জয়ী করবে এবং বিএনপি বিজয় অর্জন করবে।

তিনি বলেন, রংপুরে কোন উন্নয়ন না হওয়ায় হাজার হাজার যুবক এখন বেকার কোন চাকুরী পাচ্ছেনা। ক্ষুধার তাড়নায় ঢাকায় গিয়ে গার্মেন্টস কিংবা রিকশা চালিয়ে জিবীকা নির্বাহ করছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে ২ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করবে। সে কারনে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে জনগন নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সামসুজ্জামান সামু বলেন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে রংপুর ৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন দেবার ঘটনাকে কেন্দ্র করে দলের কিছু নেতা কর্মী তার বিরুদ্ধাচারন করছেন। এর মাধ্যমে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে অবজ্ঞা করছেন। তবে তিনি আশা করছেন আসেন সকলে মিলে ঐক্যবদ্ধ হই এক সাথে কাজ করি। ধানের শীষের প্রার্থী জয়ী হলে বিএনপি জয়ী হবে। তবে এবার যে গনজোয়াড় সৃষ্টি হচ্ছে তাতে করে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে।

তিনি বলেন,আমি কখনো কোন অবৈধ কর্মকাণ্ডে যুক্ত নই। যারা আমার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর খবর ও অপপ্রচার চালাচ্ছে তারা বিএনপির কেউ হতে পারে না। এর পিছনে একটি গুপ্ত সংগঠন কাজ করছে।  মিথ্যার আশ্রয় নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না। সামু অভিযোগ করে বলেন, আমার পরিচ্ছন্ন রাজনৈতিক অবস্থান এবং গণমুখী কার্যক্রম কিছু গোষ্ঠীর চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে তাই তারা অপপ্রচারের জন্ম দিয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর -৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল,  রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,  রংপুর মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, মহানগর বিএনপি নেতা শাহিনুল ইসলাম শাহীন,  ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, এসময় সাংবাদিকদের মধ্যে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি  সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, সিনিয়র সাংবাদিক একেএম ময়নুল হক, জুয়েল আহমেদ,হুমায়ন কবীর মানিক, শরিফা বেগম শিউলী, রবিন চৌধুরী রাসেল, সাকিব উদ্দিন, আলশাহরিয়ার জিম,  সাদমান সাকিব জিসান,সাজ্জাদ হোসেন বাপ্পি, বাবলু নাগ, রেজাউল করিম মানিক,, সহ সকল সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর রংপুর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু  রংপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচিতে পাগলাপীর স্কুল এন্ড কলেজ মাঠ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসনয় রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর