শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ি হাট থেকে খলিশা কান্দি গ্রাম পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ কর্মসূচীতে অংশ নেন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম রফিক, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আবুল বাশার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, শ্রমিক দল নেতা বাবলু মন্ডল সহ এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদল ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিকে সফল করে তোলেন।
স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনার মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।








