লংগদু উপজেলা বিএনপি’র সাথ ২৯৯নং আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা
মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড: দীপন দেওয়ান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ২৯৯ নং আসনের বিএনপির কান্ডারী ও বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির,
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুণ প্রজন্মের আইডল সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর হক, জেলা বিএনপির সিনিয়র সদস্য শাহ আলম মুরাদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ান, লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম, যুবদলের সভাপতি জানে আলম, ওলামা দলের আহবায়ক মাওলানা সোহেল আহম্মেদ ও মহিলা দলের সভাপতি শুকতারা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, লংগদু উপজেলা বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত। তাই আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অাগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যমূক্ত উন্নয়নশীল বাংলাদেশ গড়তে।
তারা বলেন, একটি রাজনৈতিক দল, নিজেদের স্বার্থে জনগণকে ভূল বুঝাচ্ছে। তারা একেক সময় একেক রকম কথা বলে, এরা মোনাফেক।
প্রধান অতিথি বক্তব্যে এ্যাড. দীপন দেওয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জেলা যুগ্ম জর্জ এর চাকুরি ছেড়ে বিএনপির হাল ধরেছি, দূর্ভাগ্য জনক কারণে ইতিপূর্বে মনোনয়ন পাইনি, আপনাদের চাওয়া পাওয়া ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে রাঙ্গামাটি পার্বত্য আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি। বিএনপি সরকার গঠন করলে এ এলাকার উন্নয়ন হবে।








