রাণীশংকৈলে ডায়াবেটিস দিবস উপলক্ষে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে র্যালী ও আলোচনা শেষে এক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পৌরশহরের হ্যালিপ্যাড এলাকায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার লোকমান হোসেন,কর্মসূচি সংগঠন সলিমুল্লাহ প্রমুখ।
উক্ত ক্যাম্পে এলাকার স্থানীয়দের মাঝে স্বাস্থ্য শিক্ষা, চোখ পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।








